কুমিল্লায় ৫০০০ ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুমিল্লা
  • |
  • Font increase
  • Font Decrease

মাদকসহ গ্রেফতারকৃত নারী মাদক কারবারি

মাদকসহ গ্রেফতারকৃত নারী মাদক কারবারি

কুমিল্লায় ৫ হাজার ৫০ পিস ইয়াবাসহ নিলুফা বেগম (৩৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে নগরীর ধর্মপুর রেলগেট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নিলুফা ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আবুল কাশেমের স্ত্রী বলে জানা গেছে।

বিজ্ঞাপন

র‌্যাবের কুমিল্লা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই নারী দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তার কাছ থেকে জব্দকৃত মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে নিজের কাছে রাখার কথা স্বীকার করেছেন তিনি। এছাড়া তার বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালি থানায় একাধিক মাদকের মামলাও রয়েছে।

এ বিষয়ে কোতয়ালি থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন