নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া প্রেসক্লাবে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, আজ প্রায় দুই বছর ধরে মিথ্যা মামলায় দেশনেত্রী কারাবন্দী। তাকে মাত্র দুই কোটি টাকার মামলায় জামিন দিচ্ছে না সরকার। অথচ সরকারের দুর্নীতির বিরুদ্ধে অভিযানে আমরা দেখতে পাই আওয়ামী লীগের ছোটখাট নেতার বাড়িতেও শত শত কোটি টাকা পাওয়া যায়। কিন্তু তাদের বছরের পর বছর জেল খাটতে হয় না।
তিনি বলেন, তারা দেশের সম্পদ লুট করে বিদেশে পাঠিয়ে সেকেন্ড হোম গড়েছে। দেশে যে অপশাসন, নৈরাজ্য চলছে তার অন্যতম উদাহরণ হচ্ছে বেগম জিয়াকে কারারুদ্ধ করে রাখা। যদি খালেদা জিয়া মুক্তি পায়, তাহলে এই সরকারের ভিত নড়ে যাবে। আর সেই ভয়েই খালেদা জিয়াকে মুক্তি দিতে চায় না তারা।
জেলা বিএনপির সহ-সভাপতি খন্দকার আবু জাফরের সভাপতিত্বে সমাবেশে যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান রোজেল, ছাত্রদলের জেলা সভাপতি মশিউর রহমান রনি, তাঁতী দলের সভাপতি শুক্কুর মাহমুদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, মহিলা দলের সভানেত্রী নুরুন নাহার বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।