সিরাজগঞ্জে ১৩ ভুয়া পিইসি পরীক্ষার্থী বহিষ্কার

  • ডিষ্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, সিরাজগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জের চৌহালীতে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় ১৩ ভুয়া পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত পিইসি গণিত পরীক্ষায় কেন্দ্রে অভিযান চালিয়ে তাদেরকে বহিষ্কার করা হয়।

এর মধ্যে আনন্দ স্কুলের বাকুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে পাঁচ জন ও পুখুরিয়া কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আটজন ভুয়া পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

বিজ্ঞাপন

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান পিইসি পরীক্ষায় ১৩ ভুয়া পরীক্ষার্থী বহিষ্কারের সতত্যা নিশ্চিত করে বলেন, এসব ভুয়া পরীক্ষার্থীরা অন্য প্রতিষ্ঠানে পড়াশোনা করত। ভুয়া পরীক্ষার্থী হিসেবে পরীক্ষা দেওয়ায় তাদেরকে সেসব প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা হয়েছে।'

চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মওদুদ আহমেদ জানান, অভিযান চালিয়ে ভুয়া পরীক্ষার্থীদের বহিষ্কার করা হয়েছে। ভুয়া পরীক্ষার্থীদের সহায়তাকারী সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত শেষে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন