গ্যাস সিলিন্ডারের দোকানে অগ্নিনির্বাপক যন্ত্র না থাকায় জরিমানা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, চাঁপাইনবাবগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

মদিনা ট্রেডার্সে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

মদিনা ট্রেডার্সে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পুরাতন বাজারে একটি গ্যাস সিলিন্ডারের দোকানে অগ্নিনির্বাপক যন্ত্র না থাকা এবং এক পেঁয়াজ বিক্রেতার দোকানের লাইসেন্সে ত্রুটি থাকায় জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৪ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক জহিরুল ইসলাম জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের টিম ওই এলাকায় মদিনা ট্রেডার্স নামে একটি গ্যাস সিলিন্ডারের দোকানে অভিযান চালায়। দোকানে অগ্নিনির্বাপক যন্ত্র না থাকায় মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া ওই এলাকার পেঁয়াজ বিক্রেতা শাহ জামাল ইসলামের লাইসেন্সে ত্রুটি থাকার অপরাধে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন