চুয়াডাঙ্গায় বেড়েছে সবজির দাম

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, চুয়াডাঙ্গা
  • |
  • Font increase
  • Font Decrease

সবজির দোকান। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

সবজির দোকান। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

চুয়াডাঙ্গায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও সবজির দাম বেড়েছে। সোমবার (২৫ নভেম্বর) দুপুরে বিভিন্ন বাজারে সরেজমিন ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা গেছে, লাউ এক পিস ৩০ টাকা, ফুলকপি ৭০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা, পুরাতন আলুর কেজি ২৮ টাকা, মুলার কেজি ৪০ টাকা, গাজরের কেজি ৬০ টাকা, শিমের কেজি ৬০ টাকা, পটলের কেজি ৩০ টাকা, কাঁচা মরিচের কেজি ৩০ টাকা, পেঁপের কেজি ১৫ টাকা, শসার কেজি ৮০ টাকা, বেগুন ৮০ টাকা, ঝিঙার কেজি ৬০ টাকা, বরবটির কেজি ৯০ টাকা, ধনিয়া পাতার কেজি ৭০ টাকা, টমেটো ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহের তুলনায় প্রতিটি সবজির দাম ৫ থেকে ১০ টাকা বেড়েছে।

বিজ্ঞাপন

এছাড়া তিনদিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে ৪০ টাকা। বর্তমানে পেঁয়াজ ২২০ টাকা কেজি দরে পাইকারি বিক্রি হচ্ছে। আর খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৫০ টাকা। আদা ১৭০ টাকা কেজি দরে এবং রসুন ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

রাজীব নামে এক খুচরা ব্যবসায়ী জানান, পাইকারি বাজার থেকে বেশি দামে কিনে আনতে হচ্ছে। তাই তারাও বেশি দামে বিক্রি করছেন।

বিজ্ঞাপন

তবে সাধারণ ক্রেতাদের দাবি- সপ্তাহে যদি দুইদিনও জেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং করা হয়, তবে সব কিছুর দাম কমবে।