বেতাগীতে ইয়াবাসহ যুবক আটক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বরগুনা
  • |
  • Font increase
  • Font Decrease

ইয়াবাসহ আটক যুবক

ইয়াবাসহ আটক যুবক

বরগুনার বেতাগীতে ১শ’ পিস ইয়াবাসহ সুজন মাতুব্বর (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবক মাদক ব্যবসায়ী বলে দাবি পুলিশের।

সোমবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় উপজেলার উত্তর করুণা এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

উত্তর করুণা গ্রামের বাসিন্দা মো. ইউসুব আলী মাতুব্বরের ছেলে মো. সুজন।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার উত্তর করুণা এলাকায় মাদক বিক্রির সংবাদ পেয়ে বেতাগী থানা পুলিশের একটি টিম সুজন মাতুব্বরের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার ১০০ পিস ইয়াবাসহ সুজনকে আটক করা হয়।

বিজ্ঞাপন

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, আটক সুজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।