নিখোঁজের ৬ দিন পর ডোবায় মিলল বৃদ্ধার মরদেহ
নেত্রকোনার বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের আলোকদিয়া এলাকার একটি ডোবা থেকে ছোট্টনী বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) দুপুরে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
ছোট্টনী বেগম পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ এলাকার আনির মিয়ার স্ত্রী। একই উপজেলার আলোকদিয়া গ্রামে তার বাবার বাড়ি।
জানা গেছে, ওই বৃদ্ধা প্রায় দুই মাস আগে বাবার বাড়িতে যায়। পরে গত ছয়দিন আগে ওই বাড়ি থেকে নিখোঁজ হন তিনি। সোমবার দুপুরে স্থানীয়রা আলোকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ডোবায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, বৃদ্ধা ছোট্টনী বেগমের মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।