ভূঞাপুরে ইটভাটা বন্ধ করলো ভ্রাম্যমাণ আদালত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তাটোয়েন্টিফোর.কম, টাঙ্গাইল
  • |
  • Font increase
  • Font Decrease

আঁখি ব্রিকস নামের ইটভাটায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

আঁখি ব্রিকস নামের ইটভাটায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

টাঙ্গাইলের ভূঞাপুরে অভিযান চালিয়ে আঁখি ব্রিকস নামের একটি ইটভাটা বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ইটভাটার ম্যানেজার লাল মিয়াকে ৮০ হাজার টাকা জরিমানা ও ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন এ সাজা দেন।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী অফিসার নাসরিন পারভীন জানান, ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় উচ্চ আদালত এই ভাটা বন্ধে নিষেধাজ্ঞা দিয়েছিলেন। নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইট তৈরির কার্যক্রম চলছিলো। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ইটভাটাটি বন্ধ করে দেন। পাশপাশি ভাটা ম্যানেজারকে জেল ও জরিমানা করা হয়েছে।