চুয়াডাঙ্গায় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, চুয়াডাঙ্গা
  • |
  • Font increase
  • Font Decrease

হত্যা মামলার আসামি আলম বিশ্বাস

হত্যা মামলার আসামি আলম বিশ্বাস

চুয়াডাঙ্গায় শাহিন হত্যা মামলায় আলম বিশ্বাস নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৫ নভেম্বর) বিকেলে আসামির উপস্থিতিতে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহা: রবিউল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার পর আসামিকে পুলিশ প্রহরায় চুয়াডাঙ্গা জেলা কারাগারে নেওয়া হয়।

বিজ্ঞাপন

সাজাপ্রাপ্ত আসামি আলম বিশ্বাস চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত আজিজ বিশ্বাসের ছেলে।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার রঘুনাথপুর গ্রামের আব্দুর রাজ্জাক বিশ্বাসের দুই ছেলে শাহিন ও রাসেল বিশ্বাসের সঙ্গে একই গ্রামের ডালিম বিশ্বাসের পূর্ববিরোধ ছিল। ২০১৪ সালের ৪ এপ্রিল সকালে ডালিম বিশ্বাস গ্রামে প্রকাশ্যে বসে গাঁজা সেবন করছিল, তা দেখে রাসেল বিশ্বাস নিষেধ করে। এরই জের ধরে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে রাসেলের ছোট ভাই শাহিনও ঘটনাস্থলে আসলে স্থানীয়রা উভয় পক্ষকে বাড়িতে পাঠিয়ে দেন। বাড়ি ফেরার পথে গ্রামের একটি চায়ের দোকানের সামনে শাহিনকে একা পেয়ে লোহার রড, বাটাম দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে হত্যা করে আলম বিশ্বাস, তার ছেলে ডালিম বিশ্বাসসহ বেশ কয়েকজন মিলে।

বিজ্ঞাপন

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সদর হাসাপাতাল মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে দামুড়হুদা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা দামুড়হুদা থানার এসআই আবু জাহের ভূইয়া দুই জনকে অভিযুক্ত করে ২০১৫ সালের ২৪ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন।

সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আসামির উপস্থিতিতে ১৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন। রায়ে আলম বিশ্বাসকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। অন্য আসামি ডালিম বিশ্বাসকে বেকসুর খালাস প্রদান করে।