ফরিদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২জন।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সদরদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে নিহত তিনজন বাসের যাত্রী ছিলো বলে জানা গেছে।
ভাঙ্গা ফায়ার সার্ভিস ষ্টেশনের ষ্টেশন অফিসার সজিবুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মাদারীপুরগামী চন্দ্রা পরিবহনের চট্ট-ব-১১-০০২১ নম্বরের একটি বাসের সঙ্গে টেকেরহাট থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী চুয়াডাঙ্গা-ড-১১-০০৪৮ নম্বরের একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
তিনি বলেন, ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরেকজন মারা যান। তাৎক্ষনিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
এ ঘটনায় আহত ১২ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর অবস্থায় ৫ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।