স্বর্ণ পাচার মামলা: ২ জনের ১৪ বছর করে কারাদণ্ড

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, চুয়াডাঙ্গা
  • |
  • Font increase
  • Font Decrease

দণ্ডপ্রাপ্ত আসামিরা। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

দণ্ডপ্রাপ্ত আসামিরা। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

চুয়াডাঙ্গায় পৃথক দুটি স্বর্ণ পাচার মামলায় দুইজনকে ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৬ নভেম্বর) চুয়াডাঙ্গার স্পেশাল ট্রাইব্যুনাল আদালত-১ এর বিচারক মো. রবিউল ইসলাম এ দণ্ড দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার দিতপুর গ্রামের মোহাম্মদ সারাফত শরিফের ছেলে মেসরিন ও বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার দরিশর গ্রামের নুরুল হকের ছেলে সৈয়দ রুমান।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২০ জুন সকালে ওই দুই ব্যক্তি ভারতে স্বর্ণ পাচারের জন্য চুয়াডাঙ্গার জয়নগর চেকপোস্ট এলাকায় আসেন। পরে তাদের গ্রেফতার করা হয়। এরপর তাদের শরীর তল্লাশি করে ১০৫ ভরি ওজনের স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় দর্শনা আইসিপি বিওপির হাবিলদার জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেন। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়।