১০ মণ জাটকাসহ ট্রলার জব্দ, আটক ১
বরগুনার পাথরঘাটা লঞ্চঘাট এলাকা থেকে ১০ মণ জাটকাসহ দিদারুল আলম নামে একটি মাছধরার ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড। একই সঙ্গে আলমগীর হোসেন (৬০) নামে এক জেলেকে আটক করা হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) সকাল ১০টার দিকে লঞ্চঘাট এলাকার খাল থেকে এগুলো জব্দ করা হয়। আটক জেলে আলমগীর হোসেন বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের ড্যামা এলাকার সুন্দর আলী মৃধার ছেলে।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, নিয়মিত টহলের সময় ওই ট্রলারটি দেখে সন্দেহ হলে তা থামানোর জন্য চালককে নির্দেশ দেয়া হয়। কিন্তু চালক ট্রলারটি না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ওই ট্রলারটি জব্দ করে ১০ মণ জাটকা উদ্ধার করা হয়। একই সঙ্গে আলমগীর হোসেনকে আটক করা হয়।
কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের কমান্ডার লে. বিশ্বজিৎ বড়ুয়া জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। জাটকা ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হচ্ছে।