ঠাকুরগাঁওয়ে ইজিবাইক শ্রমিক ইউনিয়নের অবস্থান কর্মসূচি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঠাকুরগাঁও
  • |
  • Font increase
  • Font Decrease

ইজিবাইক শ্রমিক ইউনিয়নের অবস্থান কর্মসূচি, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ইজিবাইক শ্রমিক ইউনিয়নের অবস্থান কর্মসূচি, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁও সদরে ইজিবাইক চালকদের কাছ থেকে পৌরসভার টোলের নামে চাঁদা আদায় করা হচ্ছে, এমন অভিযোগে গণ অবস্থান ও সংহতি সমাবেশ পালন করেছে ঠাকুরগাঁও ইজিবাইক শ্রমিক ইউনিয়ন।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে জেলা ইজিবাইক শ্রমিক ইউনিয়নের আয়োজনে শহরের চৌরাস্তা মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।

বিজ্ঞাপন

ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে সদর উপজেলার ২৫টি স্ট্যান্ড কমিটির কয়েকশ শ্রমিক উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে বক্তব্য রাখেন- ঠাকুরগাঁও জেলা ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুব আলম রুবেল, সহ সভাপতি বাদশা মিয়া, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, জেলা উদীচীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু, শ্রমিক নেতা দেওয়ান লাবু সহ জেলা ইজিবাইক শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

এ সময় বক্তারা বলেন, 'আগামী ১৫ দিনের মধ্যে পৌরসভা টোলের নামে চাঁদাবাজি বন্ধ না হলে আগামী ২ ডিসেম্বর অর্ধ দিবস পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হবে।'