৪৫ টাকার পেঁয়াজ কিনতে দীর্ঘ লাইন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

টিসিবির পেঁয়াজ ক্রয় করছেন ক্রেতারা। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

টিসিবির পেঁয়াজ ক্রয় করছেন ক্রেতারা। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বগুড়ায় ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

বুধবার (২৭ নভেম্বর) বিকেল ৩টা থেকে শহরের সার্কিট হাউজের সামনে এ পেঁয়াজ বিক্রি শুরু হয়। এ এলাকায় মোট ২ মেট্রিক টন পেঁয়াজ বিক্রি করা হবে।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা গেছে, নারী-পুরুষ এমনকি স্কুলগামী শিক্ষার্থীরাও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে টিসিবির পেঁয়াজ কিনছেন। একজনকে এক কেজির বেশি দেয়া হচ্ছে না। ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ ক্রয় করতে পেরে খুশি ক্রেতারা।

টিসিবির বগুড়ার ডিলার আব্দুর রশিদ জানান, আগামী ১ ডিসেম্বর থেকে বগুড়া শহরে নিয়মিত পেঁয়াজ বিক্রি করবে টিসিবি।

বিজ্ঞাপন