না.গঞ্জে ২টি ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নারায়ণগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, ছবি: সংগৃহীত

ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, ছবি: সংগৃহীত

পরিবেশ দূষণ রোধে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম মারুফের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

বুধবার (২৭ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার গাবতলী এলাকায় অভিযান চালিয়ে এম আর বি ও এইচ আর বি নামে দুটি ইটভাটাকে মোট ৪ লাখ টাকা জরিমানা করে আদালত।

বিজ্ঞাপন

অভিযানে ইটভাটা দুটিকে পরিবেশ বিনষ্ট, বায়ু দূষণ এবং অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে উভয়কে ২ লাখ করে মোট ৪ লাখ টাকা জরিমানার আদেশ প্রদান করা হয়।

এ বিষয়ে অভিযান পরিচালনাকারী নিবার্হী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম মারুফ জানান, মূলত উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করতে মাঠে নেমেছি। যারা বায়ু দূষণ করে পরিবেশ নষ্ট করছে এবং অবৈধ ভাবে ইট ভাটা গড়ে তুলেছে তাদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে ব্যবস্থা নিবে জেলা প্রশাসন।

বিজ্ঞাপন