কামারখন্দে ট্রেনের ইঞ্জিন বিকল,বন্ধ রেল যোগাযোগ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, সিরাজগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

রাজশাহী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে, ছবি: বার্তা২৪.কম

রাজশাহী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে, ছবি: বার্তা২৪.কম

সিরাজগঞ্জের কামারখন্দে রাজশাহী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে করে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে উপজেলার ঝাঐল টেক আট পয়েন্টের কাছে এ ঘটনা ঘটে।

জামতৈল রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার আব্দুর রহমান জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহী এক্সপ্রেস ট্রেনটি সকাল ৮টায় জামতৈল রেলওয়ে স্টেশন অতিক্রম করে। পরে ট্রেনটি সকাল সোয়া ৮টার দিকে উপজেলার ঝাঐল টেক আট পয়েন্ট পার হওয়ার ১শ মিটার অতিক্রম করলে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে ঢাকার সাথে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

এদিকে পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, জামতৈল স্টেশনে থাকা বনলতা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন খুলে ঘটনাস্থলে পাঠানো হচ্ছে। এ ইঞ্জিন গিয়ে বিকল হওয়া রাজশাহী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ বগিগুলোকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন ঠেলে নিয়ে যাবে। এরপর এ রুটে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হবে। এছাড়া ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পাঠিয়ে বিকল হওয়া ইঞ্জিনটা উদ্ধার করার প্রক্রিয়া চলছে।