‘কবি নজরুলকে বঙ্গবন্ধু মর্যাদার আসনে বসিয়েছিলেন’

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নেত্রকোনা
  • |
  • Font increase
  • Font Decrease

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু বলেছেন, ‘কবি কাজী নজরুল ইসলামকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে এনে যথাযথ মর্যাদার আসনে বসিয়েছিলেন। কবি নজরুল বাংলা সাহিত্যের এক অবিস্মরণীয় প্রতিভা।’

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) নেত্রকোনা জেলা সদরের মোক্তারপাড়া মাঠে কবি নজরুল ইনস্টিটিউট আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, ‘কবি নজরুলের ভাব, ভাষা ও সুর ব্যঞ্জনার পাশাপাশি বিচিত্র শব্দচয়নে বাংলা সাহিত্যে নতুন মাত্রা যোগ করেছেন তিনি। তাঁর গান ও কবিতা মহান মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছে।’

জেলা প্রশাসনের সহযোগিতায় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম।

বিজ্ঞাপন

এ সময় আরও বক্তব্য দেন- হাবিবা রহমান খান শেফালী, বিশিষ্ট প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার, কবি নজরুল ইনস্টিটিউটের সচিব আবদুর রহিম, নেত্রকোনা পৌর সভার মেয়র নজরুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান মিয়া, শিক্ষাবিদ অধ্যাপক মতীন্দ্র সরকার, অধ্যাপক গোলাম মোস্তফা প্রমুখ।