বিএনপি-জামায়াত মানুষকে বিভ্রান্ত করে: রেলমন্ত্রী

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পঞ্চগড়
  • |
  • Font increase
  • Font Decrease

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন  রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন

বিএনপি ও জামায়াত ষড়যন্ত্রের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করে বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

রেলমন্ত্রী বলেন, ‘বিএনপি ও জামায়াতের অস্ত্র সহিংসতা ও স্বাধীনতা বিরোধী শক্তিরা এখনো সক্রিয়। তারা অসত্য খবর প্রচারের মাধ্যমে এই সমাজকে আবারও অস্থির করার চেষ্টা করছে। গুজব ছড়িয়ে জিনিস পত্রের দাম বাড়িয়ে দিচ্ছে। অন্য দল থেকে যেন সুবিধাবাদীরা আমাদের দলে ঢুকে পড়ে জনগণকে বিভ্রান্ত করতে না পারে সে জন্য আমাদের সজাগ থাকতে হবে। তারা যেন বিশৃঙ্খলা করতে না পারে এবং সন্ত্রাস তৈরি করতে না পারে।’

সম্মেলনে আরও আরও উপস্থিত ছিলেন- পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মজাহারুল হক প্রধান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্বাস আলী ও আবু তোয়াবুর রহমানসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা।

বিজ্ঞাপন