মিথ্যা মামলা করায় বাদীর কারাদণ্ড
জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের পাঁচ ভাইয়ের বিরুদ্ধে গণধর্ষণের মিথ্যা মামলা করার দায়ে সিরাজগঞ্জের কামারখন্দে মোছা. হামিদা খাতুন (৫০) নামে এক বাদীকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন। এ সময় আদালতে বাদী হামিদা অনুপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত হামিদা উপজেলার বড়ধূল গ্রামের মৃত নূর মোহাম্মদের মেয়ে।
জানা গেছে, হামিদার সঙ্গে একই গ্রামের কবির হোসেন ও তার পাঁচ ভাইয়ের সঙ্গে জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে ২০১৬ সালের ২০ অক্টোবর ওই পাঁচ ভাইয়ের নামে গণধর্ষণের অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেন হামিদা। মামলার তদন্তে গণধর্ষণের অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়।
এরপর মিথ্যা মামলায় হয়রানি করার অভিযোগে কবির হোসেন বাদী হয়ে হামিদার নামে পাল্টা মামলা দায়ের করেন। মামলার সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে হামিদার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক এ দণ্ডাদেশ দেন।