চুয়াডাঙ্গায় ‘আল্লাহর দল’র ৩ সদস্য গ্রেফতার

  • ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, চুয়াডাঙ্গা
  • |
  • Font increase
  • Font Decrease

র‌্যাবের হাতে গ্রেফতার ৩ সদস্য, ছবি: বার্তা২৪.কম

র‌্যাবের হাতে গ্রেফতার ৩ সদস্য, ছবি: বার্তা২৪.কম

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আল্লাহর দলের সক্রিয় ৩ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) গভীররাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতাররা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলা কুলচারা গ্রামের রুহুল আমিন (৪০), গোপীনাথপুর গ্রামের কলম মন্ডল (৩৯)ও ঝিনাইদহ জেলার ভুটিয়ারগাতি গ্রামের নুর ইসলাম (৩৮)।

শুক্রবার (২৯ নভেম্বর) র‌্যাব-৬ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন
গ্রেফতারদের কাছে থেকে বেশ কিছু জিনিসপত্র জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চুয়াডাঙ্গা সদর উপজেলা জাফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’-এর কয়েকজন সক্রিয় সদস্য নাশতকার সৃষ্টি জন্য বৈঠক করেছে- এমন খবর পেয়ে র‌্যাব সেখানে অভিযান চালায়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌঁশলে সাত থেকে আটজন পালিয়ে গেলেও তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের কাছ থেকে দুইটি ধর্মীয় উগ্রবাদী লিফলেট, সংগঠনের সদস্যদের নামের তালিকা এবং গোপন বৈঠকে সদস্যদের হাজিরার তালিকাসহ গুরুত্বপূর্ণ কিছু নথি এবং তিনটি মোবাইল সেট উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা নেয়া হচ্ছে।