শ্বশুর বাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁপাইনবাবগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

শ্বশুর বাড়ি থেকে জামাইয়ের মরদেহ উদ্ধার, ছবি: বার্তা২৪.কম

শ্বশুর বাড়ি থেকে জামাইয়ের মরদেহ উদ্ধার, ছবি: বার্তা২৪.কম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শ্বশুর বাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

স্থানীয় লোকজন জানান, দুপুর আড়াইটার দিকে শ্বশুর বাড়ির লোকজন ফজলুর রহমানকে খাসেরহাটের বন্ধন ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সেখান থেকে মরদেহ বাড়ি আনার পর সবাই পালিয়ে যায়। বিকেলে এক প্রতিবেশি ওই বাড়িতে গেলে ঘরের মধ্যে মরদেহ ঝুলতে দেখেন। এসময় তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে এবং পুলিশে খবর দেয়।

শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম জানান, বিকেলে শ্বশুর মুক্তি আলীর লম্বাপাড়ার বাড়িতে জামাই ফজলুর রহমানের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

তিনি জানান, ফজলুর রহমানের গলায় ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহটির ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পর থেকে স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছেন।

জানা গেছে, প্রায় ৬ বছর আগে পাবনার বেড়া উপজেলার মৃত নিয়াত মোল্লার ছেলে ফজলুর রহমানের সঙ্গে শিবগঞ্জে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের মুক্তি আলীর মেয়ের বিয়ে হয়। তাদের সংসারে পাঁচ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।