বেনাপোলে ২৫ লাখ টাকার ভারতীয় ঔষধ উদ্ধার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, যশোর
  • |
  • Font increase
  • Font Decrease

উদ্ধারকৃত ভারতীয় ঔষধ, ছবি: বার্তা২৪.কম

উদ্ধারকৃত ভারতীয় ঔষধ, ছবি: বার্তা২৪.কম

যশোর বেনাপোল চেকপোস্টের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে ভারতীয় ৫৫১ বোতল ঔষধ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি। উদ্ধারকৃত ঔষধের মূল্য ২৫ লাখ টাকা বলে জানানো হয়।

শনিবার (৩০ নভেম্বর) বিকাল ৪টায় মালিক বিহীন একটি ব্যাগ তল্লাশি করে ভারতীয় ঔষধের এই চালানটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

৪৯, বিজিবি বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার মিজানুর রহমান বার্তা২৪.কমকে বলেন, বিজিবির নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে মালিক বিহীন ওই ব্যাগটি উদ্ধার করা হয়। ঔষধের আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা। উদ্ধারকৃত ঔষধের চালানটি বেনাপোল কাস্টমস শুল্ক গুদামে জমা করা হবে বলে জানান তিনি।