জেএমবির দাওয়াতি শাখার সমন্বয়কারী গ্রেফতার
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা'আতুল মুজাহেদীন বাংলাদেশের (জেএমবি) ফতোয়া নির্ধারক ও দাওয়াতি শাখার সমন্বয়কারী হাফেজ মাওলানা মো. আতিক উল্লাহকে (৩৬) গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (২৯ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে নরসিংদীর মাধবদী উপজেলার ছোট গদইচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
শনিবার (৩০ নভেম্বর) বিকেলে র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার আতিক উল্লাহ ঢাকার একটি মাদরাসায় শিক্ষকতা করেন। ফতুল্লা থানায় র্যাবের দায়ের করা সন্ত্রাসবিরোধী একটি মামলার পলাতক আসামি ছিলেন তিনি। আতিক উল্লাহ মূলত ফেসবুক, টুইটার ও টেলিগ্রামের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। গ্রেফতারের সময় তার কাছ থেকে বেশকিছু উগ্রবাদী বই, লিফলেট, ল্যাপটপ ও হার্ডডিস্ক জব্দ করা হয়েছে।
তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।