পদ্মার করাল গ্রাসে ভাগ্যকুল বাজার
সর্বগ্রাসী পদ্মার ভাঙনে বিলীন হতে চলেছে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের ভাগ্যকুল বাজার। কয়েক বছর ধরে এটি ভাঙতে শুরু করে।
ভাঙনে নদী গর্ভে চলে যাচ্ছে বাজারটি। স্থানীয়দের দাবি, এ বছর ভাঙন আরও বেশি হচ্ছে।
বাজারটির অনেক দোকান নদীগর্ভে চলে যাওয়ায় বিপাকে পড়েছেন আশেপাশের বেশ কয়েকটা গ্রামের কয়েক হাজার মানুষ। তাদের এখন ৮ কিলোমিটার দূরে শ্রীনগর বাজার গিয়ে কেনাকাটা করতে হচ্ছে।
ভাগ্যকুল বাজারের মুদি দোকানী আয়নাল বলেন, বাজারের মূল অংশ আর নাই। নদীর পেটে চলে গেছে। ভাঙন দেখে মূল বাজার থেকে অনেক দূরে আইসা পড়ছি। তারপরও আতঙ্কে আছি।
বাজারটি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে।
একসময় সকাল থেকে রাত অব্ধি হাজার হাজার মণ পন্য উঠা নামা করতো এ বাজারটিতে। জনতার কোলাহলে গমগম করতো পুরো এলাকা। আজ নেই সেই গমগম আর শান শওকত। এখন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাজারে কেনাকাটা চলে। তারপর থেমে যায় কোলাহল। এরপর পুরো বাজারটিতে নেমে আসে শুনশান নিরবতা।