পটুয়াখালীতে আ.লীগের সম্মেলন ঘিরে খেয়াঘাটে পারাপার ফ্রি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

সম্মেলনকে ঘিরে খেয়া পারাপার ফ্রি করা হয়েছে, ছবি: বার্তা২৪.কম

সম্মেলনকে ঘিরে খেয়া পারাপার ফ্রি করা হয়েছে, ছবি: বার্তা২৪.কম

আগামী সোমবার পটুয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই সম্মেলনকে সফল করতে পটুয়াখালী পৌরসভা নিয়ন্ত্রিত পৌর শহরের সঙ্গে সংযুক্ত ৬টি খেয়াঘাটের টোল ও খেয়া ভাড়া ফ্রি করার ঘোষণা দিয়েছেন পটুয়াখালী পৌর মেয়র ও জেলা কৃষকলীগের অর্থ বিষয়ক সম্পাদক মহিউদ্দিন আহমেদ।

সোমবার (২ ডিসেম্বর) সকাল ছয়টা থেকে মধ্যরাত পর্যন্ত শহরের সঙ্গে সংযুক্ত খেয়াঘাটগুলোতে বিনামূল্যে পারাপার হওয়া যাবে।

বিজ্ঞাপন

পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ জানান, জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা সম্মেলনে যোগদান করবেন। তাদের যাতায়াতের সুবিধার্থে এবং ভোগান্তি কমাতে এই ঘোষণা দেয়া হয়েছে।

পটুয়াখালী শহরের শহীদ আলাউদ্দিন শিশুপার্কে সকাল দশটায় এই সম্মেলনে অনুষ্ঠিত হবে। সম্মেলনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সম্মেলনের উদ্বোধন করবেন সাবেক চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহ।

বিজ্ঞাপন

সম্মেলনকে সফল করতে ইতোমধ্যে আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

জেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে শহরের প্রধান সড়কগুলো মেরামতসহ পরিষ্কার-পরিচ্ছন্ন পাশাপাশি সম্মেলনস্থলে এবং এর আশপাশে বিভিন্ন এলাকায়, ব্যানার, ফেস্টুন দিয়ে পটুয়াখালী পৌরসভার পক্ষ থেকেও সাজসজ্জা করা হয়েছে।