নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটাকে ৯ লক্ষ টাকা জরিমানা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নারায়ণগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়, ছবি: বার্তা২৪.কম

অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়, ছবি: বার্তা২৪.কম

নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লায় পরিবেশ দূষণের দায়ে ৪টি ইটভাটায় অভিযান চালিয়ে ৯ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ইটভাটার সকল ইট বিনষ্ট করা হয়েছে। সেই সঙ্গে ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে ফতুল্লার পাগলা এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। এসময় ফায়ার সার্ভিসের কর্মীরা পানি দিয়ে প্রস্তুতকৃত ইটগুলো নষ্ট করে দেন এবং ভেকু দিয়ে ইটভাটা গুঁড়িয়ে দেন।

বিজ্ঞাপন

অভিযুক্ত ইটভাটাগুলো হলো আব্দুল্লাহ ব্রিকস সাপ্লাইয়ার ১, আব্দুল্লাহ ব্রিকস সাপ্লাইয়ার ২, এ.এম.টি ব্রিকস ও এমবিসি ব্রিকস।

পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জের উপ-পরিচালক সাঈদ আনোয়ার বলে, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই ইটভাটা গুলো পরিচালনা করা হচ্ছিল। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী পরিবেশ দূষণ করার পাশাপাশি আদালতের আদেশ অমান্য করায় তাদেরকে জরিমানা করা হয় এবং ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

বিজ্ঞাপন

অভিযান পরিচালনাকালে এসময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মারুফ ও মেহেদী হাসান ফারুক।