কুমিল্লায় ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত
কুমিল্লার সদর উপজেলায় ট্রাকের চাপায় মো. রাকিব হাওলাদার (৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সদর উপজেলার আলেখারচর বিশ্বরোড এলাকার ময়নামতি হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
ময়নামতি হাইওয়ে থানার এসআই জসিম উদ্দিন বার্তা২৪ফোর.কমকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ঘটনার পরপরই ট্রাক নিয়ে চালক পালিয়ে যায়। ট্রাক ও এর চালককে আটকের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, ড্রাইভিং লাইসেন্স সূত্রে নিহতের নামটি জানতে পেরেছি। তিনি ঝালকাঠি জেলা সদরের বাদশা হাওলাদারের ছেলে। এছাড়াও রাকিব কুমিল্লা সেনানিবাসে জিওসির বাংলো নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘গ্রিন পিক’-এর সহকারী ঠিকাদার হিসেবে কর্মরত ছিলেন।