পটুয়াখালীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তত্ত্বাবধানে বিক্রি হচ্ছে পেঁয়াজ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ম্যাজিস্ট্রেটদের তত্ত্বাবধানে বিক্রি হচ্ছে পেঁয়াজ, ছবি: সংগৃহীত

ম্যাজিস্ট্রেটদের তত্ত্বাবধানে বিক্রি হচ্ছে পেঁয়াজ, ছবি: সংগৃহীত

পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে এবার পটুয়াখালীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তত্ত্বাবধানে ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে।

কোনো ধরনের অনিয়ম কিংবা বিশৃঙ্খলা এড়াতে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা টিসিবির ডিলারদের মাধ্যমে পেঁয়াজ বিক্রির সময় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বুধবার (৪ ডিসেম্বর) সকাল থেকে পটুয়াখালী শহরের কলেজ রোড এলাকার ঈদগাঁও মাঠে টিসিবির পেঁয়াজ বিক্রি কার্যক্রম শুরু হয়।

এ সময় পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নেজারত ডেপুটি কালেক্টর মাহবুবুর রহমান উপস্থিত থেকে সার্বিক বিষয়ে মনিটরিং করেন।

বিজ্ঞাপন

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান জানান, পটুয়াখালী জেলার দুজন ডিলারকে ৮০০০ কেজি পেঁয়াজ সরবরাহ করা হয়। শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ ট্রাকে এসব পেঁয়াজ বিক্রি করা হচ্ছে।