ইঞ্জিন বিকল, উত্তর-দক্ষিণাঞ্চলে ট্রেন যোগাযোগ বন্ধ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,সিরাজগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

বিকল হয়ে যাওয়া রেল  ইঞ্জিন/ ছবি : বার্তা২৪.কম

বিকল হয়ে যাওয়া রেল ইঞ্জিন/ ছবি : বার্তা২৪.কম

সিরাজগঞ্জের মুলিবাড়ী এলাকায় মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেলপথে মুলিবাড়ী চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এদিকে সিরাজগঞ্জ শহরে মূল প্রবেশ পথ মুলিবাড়ী চেকপোস্টে এ ইঞ্জিনটি বিকল হওয়ার কারণে এ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ইসমাইল হোসেন বার্তা২৪.কম-কে জানান, ঈশ্বরদী থেকে আসা ভারতীয় পাথর বোঝাই ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ে আসার কথা। ট্রেনটি মুলিবাড়ী চেকপোস্ট এলাকায় পৌঁছলে এর ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ঢাকার সাথে উত্তর-দক্ষিণাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। এ কারণে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনটি আটকে আছে।

বিজ্ঞাপন

ট্রেনটি উদ্ধারে ঈশ্বরদী থেকে লাইফ ইঞ্জিন ঘটনাস্থলে আসছে। এরপর রেলপথ সচল হবে বলেও জানান তিনি।