চৌদ্দগ্রামে কৃষি ব্যাংকের ভোল্ট ভেঙে টাকা চুরি
কুমিল্লার চৌদ্দগ্রামে কৃষি ব্যাংকের মিয়া বাজার শাখায় চুরি হয়েছে। চোরেরদল জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ব্যাংকের ভল্ট ভেঙে ১১ লাখ ১৫ হাজার টাকা নিয়ে গেছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার উজিরপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মাহফুজ বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে বার্তা২৪.কমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, মিয়ার বাজারের সালমান হায়দার মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত বাংলাদেশ কৃষি ব্যাংকের মিয়া বাজার শাখায় মঙ্গলবার গভীর রাতে চুরির ঘটনাটি ঘটেছে। চোরেরা জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ভল্টের তালা ভেঙে ১১ লাখ ১৫ হাজার টাকা নিয়ে গেছে।
তিনি আরও জানান, ঘটনাটির তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।