যশোরে আঞ্চলিক জোড় ইজতেমা শুরু বৃহস্পতিবার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, যশোর
  • |
  • Font increase
  • Font Decrease

ইজতেমার সকল প্রস্তুতি সম্পন্ন/ ছবি: বার্তা২৪.কম

ইজতেমার সকল প্রস্তুতি সম্পন্ন/ ছবি: বার্তা২৪.কম

যশোরে তিন দিনব্যাপী আঞ্চলিক জোড় ইজতেমা (৫ ডিসেম্বর) বৃহস্পতিবার থেকে শুরু হবে। যশোর উপশহর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ফজরের নামাজের পর আমবয়ানের মধ্যদিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হবে। ইজতেমাকে সামনে রেখে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

৫ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৭ ডিসেম্বর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শেষ হবে। এই জোড় ইজতেমায় যশোর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, মেহেরপুর, নড়াইল, ঝিনাইদহ, মাগুরা, ফরিদপুর, শরিয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়িসহ রাজশাহী বিভাগের সব জেলার ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নেবেন।

বিজ্ঞাপন

যশোর জেলা অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানি শেখ বার্তা২৪.কম-কে জানান, যশোরে তিন দিনব্যাপী জোড় ইজতেমার নিরাপত্তায় জেলা পুলিশ প্রশাসনের ২০ পয়েন্টে ২শ’ ফোর্স থাকবে। এর পাশাপাশি গোয়েন্দাসহ বিভিন্ন পর্যায়ের নিরাপত্তাকর্মী থাকবেন। পুরো এলাকা সিসি টিভির আওতায় আনা হয়েছে।