নেত্রকোনায় শীতকালীন পিঠা উৎসব

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,নেত্রকোনা
  • |
  • Font increase
  • Font Decrease

নেত্রকোনায় শীতকালীন পিঠা উৎসব/ ছবি: বার্তা২৪.কম

নেত্রকোনায় শীতকালীন পিঠা উৎসব/ ছবি: বার্তা২৪.কম

নেত্রকোনা সদরের চল্লিশা ইউনিয়নের সাকুয়া এলাকায় দিনব্যাপী শীতকালীন গ্রামীণ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) দিনব্যাপী এ উৎসবের আয়োজন করে স্থানীয় নারীদের সেলাই প্রশিক্ষণ সেন্টার ঝুমকা। প্রশিক্ষণ সেন্টারের প্রাঙ্গণে এ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম।

বিজ্ঞাপন

এ সময় ঝুমকা বাংলাদেশের নির্বাহী পরিচালক শারমিন কবির বীনাসহ অনেকেই উপস্থিত ছিলেন।  

গ্রামীণ নারীদেরকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে শুধু সেলাইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে এ রকম নানা আয়োজন করার ব্যাপারে উৎসাহিত করার জন্যই এমন পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক মঈনউল বলেন, হাওর এলাকার একেবারে পিছিয়ে থাকা নারীরা আত্মকর্মসংস্থানের মাধ্যমে এগিয়ে আসবে। এভাবেই নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রীর উদ্যোগ বাস্তবায়িত হবে।