মেহেরপুরে বোমা সদৃশ বস্তু ঘিরে রেখেছে পুলিশ
মেহেরপুর শহরে জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসের গেটের পাশে বোমা সদৃশ বস্তু ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থলের পাশ থেকে একটি চিরকুট পাওয়া গেছে। তবে চিরকুটে কী লেখা রয়েছে সে বিষয়ে কিছুই জানায়নি পুলিশ।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে বোমা সদৃশ বস্তুটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসের কর্মচারীরা। সেই থেকে সন্ধ্যা পর্যন্ত বোমা সদৃশ ওই বস্তুটি ঘিরে রেখেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে।
মেহেরপুর পুলিশ সুপার এস এম মুরাদ আলী জানান, জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসের গেটের পাশে বোমা সদৃশ ওই বস্তুটি ঘিরে রেখেছে পুলিশ। এটি ইলেকট্রিক ডিভাইসযুক্ত বোমা হতে পারে। আবার আতঙ্ক ছড়ানোর জন্য বোমার মতো দেখতে এমন কিছু রাখতে পারে। জঙ্গি সংগঠনের নামে পাওয়া ওই চিরকুটটির বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, এই মুহূর্তে প্রথম কাজ হচ্ছে বোমাটি উদ্ধার করা। এ জন্য র্যাবের বোমা বিশেষজ্ঞ দলের কাছে খবর পাঠানো হয়েছে। খুলনা থেকে তারা রওনা দিয়েছেন। বোমা উদ্ধার হলেই ঘটনার রহস্য উন্মোচন করা সম্ভব হবে।