সর্বনিম্ন ১০ ডিগ্রি তাপমাত্রা তেঁতুলিয়ায়

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পঞ্চগড়
  • |
  • Font increase
  • Font Decrease

সকাল থেকেই হিমেল হাওয়া বইছে, ছবি: বার্তা২৪.কম

সকাল থেকেই হিমেল হাওয়া বইছে, ছবি: বার্তা২৪.কম

এ বছরেও তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকল ১১টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

বিজ্ঞাপন
একমাস ধরে পঞ্চগড়ে ১৩-১৪ ডিগ্রি তাপমাত্রা ওঠানামা করছে

তেঁতুলিয়া আবহাওয়া অধিদফতর সূত্রে জানা যায়, বিগত একমাস ধরে পঞ্চগড়ে তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস ওঠানামা করছে। কিন্তু আজ হঠাৎ করে তাপমাত্রা কমে ১০ডিগ্রি সেলসিয়াসে নেমেছে।

অন্য দিনের তুলনায় আজ শীতের তীব্রতা অনেক বেশি। দুপুরের পর কিছুটা সূর্যের আলোর দেখা মিললেও বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে হালকা হিমেল হাওয়া ও শীতের তীব্রতা বেড়ে যায়।

বিজ্ঞাপন
সারাদিন সূর্যের আলো দেখা যায়নি শহরে

এদিকে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বার্তা২৪.কমকে জানান, 'বৃহস্পতিবার পঞ্চগড়ে আবারো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস যা চলতি বছরের সর্বনিম্ন।'