শেরপুরে হাজং সম্প্রদায়ের ‘নবান্ন উৎসব’
শেরপুরের নালিতাবাড়ীতে হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘নবান্ন উৎসব’ পালিত হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার কুতুবাকুড়া গ্রামে এ উৎসব পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ট্রাইবাল ওয়েরফেয়ার অ্যাসোসিয়েশন (টিডব্লিউএ) মহাসচিব স্বর্ণকান্ত হাজং।
হাজং সংগঠনের শেরপুর জেলা শাখার সভাপতি সুকুমার হাজং এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক মনিন্দ্র চন্দ্র বর্মণ, হিরণ চন্দ্র বর্মণ। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক শ্যামল চন্দ্র হাজং, জীবন কিশোর হাজং, সিমিয়ন ঘাগ্রা, কুহেলিকা রিছিল, পল্টু চিসিম ও বাদলী রিমা হাজং প্রমুখ।
এর আগে নতুন ফসল হিন্দু রীতি অনুযায়ী বাস্তু পূজার মাধ্যমে দেবতার নামে উৎসর্গ করা হয়।
সেন্টু চন্দ্র হাজং জানান, হাজং সম্প্রদায়ের ঐতিহ্য অনুযায়ী প্রতি বছর নতুন ফসল ঘরে তোলার আগে বাস্তু পূজার আয়োজন করে ওই ফসল দেবতাকে উৎসর্গ করা হয়। পরে তারা ভাত রান্না করে ভক্ষণ করেন।
মানুষের জন্য ফাউন্ডেশন ও আইপিডিএসের সহযোগিতায় হাজং সংগঠন শেরপুর জেলা শাখা এই নবান্ন উৎসবের আয়োজন করে। পরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কমিটি গঠন করা হয়।