বর্ণাঢ্য আয়োজনে শ্রীমঙ্গল মুক্ত দিবস পালিত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, মৌলভীবাজার
  • |
  • Font increase
  • Font Decrease

শ্রীমঙ্গল মুক্ত দিবসে বিজয় শোভাযাত্রা বের করা হয়, ছবি: বার্তা২৪.কম

শ্রীমঙ্গল মুক্ত দিবসে বিজয় শোভাযাত্রা বের করা হয়, ছবি: বার্তা২৪.কম

প্রতিবারের ন্যায় এবারও দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শ্রীমঙ্গল মুক্ত দিবস পালিত।

দিবসটি উপলক্ষে শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

বিজ্ঞাপন

শহরের পুরানবাজার এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ভাড়াউড়া বধ্যভূমিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এরপর স্বাধীনতার বিজয়স্তম্ভে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব, উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল প্রমুখ বক্তব্য দেন।

বিজ্ঞাপন

এছাড়াও দিবসটি উপলক্ষে বিকেলে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘উদ্দীপ্ত তারুণ্য’র আয়োজনে ‘জাগরণের গান’ শীর্ষক মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক আলোচনা সভা, সাংস্কৃতিক সন্ধ্যা ও শিশুদের মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সন্ধ্যায় শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে মোমবাতি প্রজ্জ্বলন, পথসভা ও দেশাত্ববোধক গান পরিবেশন করা হয়।