পদ্মায় বড়শিতে ধরা পড়ল ২০ কেজি ওজনের কাতল

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মুন্সিগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

বড়শিতে ধরা কাতল মাছটি, ছবি: বার্তা২৪.কম

বড়শিতে ধরা কাতল মাছটি, ছবি: বার্তা২৪.কম

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে এক বেদের বড়শিতে প্রায় ২০ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকালে সাড়ে ৫ টা দিকে উপজেলার হাসাইলের পদ্মা নদীতে বেদে সম্প্রদায়ের হাসিনা সওদাগারের বড়শিতে বিশাল আকারের মাছটি ধরা পড়ে।

শীত মৌসুমে নদীতে এক ধরনের বড়শি দিয়ে ছোট ছোট মাছ শিকার করে জেলেরা। কিন্তু ছোট মাছ শিকারের বড়শিতে বড় কাতলা মাছ ধরার খবরে উৎসুক জনতা ভীড় জমায় মাছটি দেখতে।

বিজ্ঞাপন
বড়শিতে ধরা পড়া কাতল মাছ, ছবি: বার্তা২৪.কম

বেদে মাছটিকে হাসাইল মৎস্য আড়তের কাছে নিয়ে আসলে ওই মাছটির মূল্য ১৮ হাজার টাকা হাকাঁ হয়। এ সময় মাছটির মূল্য ১৫ হাজার টাকা দাম বলা হলেও ওই বেদে মাছটি বিক্রি না করে মাছটি নিয়ে মাওয়া আড়তে বিক্রির জন্য নিয়ে যায়।