কলারোয়া মুক্ত দিবস পালিত

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কলারোয়া মুক্ত দিবসে র‍্যালি/ ছবি: সংগৃহীত

কলারোয়া মুক্ত দিবসে র‍্যালি/ ছবি: সংগৃহীত

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরার কলারোয়া উপজেলা মুক্ত দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের দলীয় পতাকা উত্তোলন, গণকবরে পুষ্পস্তবক অর্পণ, র‍্যালি ও আলোচনা সভা।  

শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ১০ টায় মুক্তিযোদ্ধা সংসদ চত্বর থেকে সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহর নেতৃত্বে ৭১ রণাঙ্গনের বেশে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

দিবসটি উপলক্ষে বেলা ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আর. এম. সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা বিএম নজরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, অফিসার ইন-চার্জ মনির-উল-গিয়াস, মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন, মুক্তিযোদ্ধা আ. গফফার, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুর রউফ প্রমুখ।

বিজ্ঞাপন