সাভারে দ্বিতীয় দফায় সওজের উচ্ছেদ অভিযান

  • উপজেলা করেসপন্ডেন্ট বার্তাটোয়েন্টিফোর.কম সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

সওজের জায়গায় থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ, ছবি: বার্তা২৪.কম

সওজের জায়গায় থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ, ছবি: বার্তা২৪.কম

সাভারে দ্বিতীয় দফায় সড়ক ও জনপথের (সওজ) জায়গায় গড়ে ওঠা পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৭ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও যুগ্ম সচিব মাহবুবর রহমান ফারুকীর নেতৃত্বে এ অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

বিজ্ঞাপন
অবৈধ স্থাপনা উচ্ছেদ, ছবি: বার্তা২৪.কম

জানা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত মহাসড়কের দু'পাশে অবৈধভাবে গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ আমিন বাজার থেকে সাভার বাজার বাসস্ট্যান্ড পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও যুগ্ম সচিব মাহবুবর রহমান ফারুকী জানান, 'অভিযান চালিয়ে প্রায় ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পর্যায়ক্রমে নবীনগর জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চালানো হবে।'

বিজ্ঞাপন

উচ্ছেদ অভিযানে সড়ক ও জনপথ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।