বাংলাদেশ সেনাবাহিনীকে ভারতের ১০টি কুকুর উপহার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল (যশোর)
  • |
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ সেনাবাহিনীকে ভারতের ১০টি কুকুর উপহার, ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীকে ভারতের ১০টি কুকুর উপহার, ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষিত দশটি কুকুর উপহার দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে বেনাপোল চেকপোস্ট দিয়ে কুকুরগুলো হস্তান্তর করা করা হয়।

হস্তান্তর অনুষ্ঠানে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন ভারতের কোলকাতা ক্যান্টনমেন্টের কর্নেল কেশব জাদব। বাংলাদেশের পক্ষে ছিলেন যশোর ক্যান্টনমেন্টের কর্নেল আনোয়ার হোসেন, লে. কর্নেল মিজানুর রহমান এবং ৪৯ বিজিবি এডি ফারুক হোসেন।

বিজ্ঞাপন

কর্নেল আনোয়ার হোসেন জানান, ১০টি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ভারতের মিরাট ক্যান্টনমেন্ট থেকে তাদের উপহার দিয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরগুলো বিভিন্ন ক্যান্টনমেন্টে পাঠানো হবে। এসব প্রশিক্ষিত কুকুরগুলো দিয়ে মাদক, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার কাজর ব্যবহার করা হবে।