বেনাপোলে ৬ ঘণ্টা রফতানি বাণিজ্য বন্ধ

  • স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,বেনাপোল(যশোর)
  • |
  • Font increase
  • Font Decrease

বেনাপোলে ৬ ঘণ্টা রফতানি বাণিজ্য বন্ধ/ ছবি: বার্তা২৪.কম

বেনাপোলে ৬ ঘণ্টা রফতানি বাণিজ্য বন্ধ/ ছবি: বার্তা২৪.কম

বাংলাদেশি রফতানি পণ্যবাহী ট্রাক চালকদের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার নামে ভারতের পেট্রাপোল বন্দরে হয়রানির প্রতিবাদে ৬ ঘণ্টা রফতানি বাণিজ্য বন্ধ ছিল।

রোববার (০৮ ডিসেম্বর) সকাল থেকে বাংলাদেশি ট্রাক চালকরা ভারতে পণ্য রফতানি বন্ধ করে দেয়। পরে দু দেশের কাস্টমস, বিজিবি, বিএসএফ ঊর্ধ্বতন কর্মকর্তা ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে দুপুরে রফতানি ফের সচল হয়।

বিজ্ঞাপন

বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার উত্তম চাকমা বার্তা২৪.কম-কে বলেন, পেট্রাপোল বন্দরে বিএসএফের বাধার কারণে ট্রাক চালকেরা ধর্মঘট ডাকে। এতে রফতানি বাণিজ্য বন্ধ হয়ে যায়। বিষয়টি সমাধানের জন্য বিজিবি ও বিএসএফসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে বাণিজ্য সচল করা হয়েছে।