জয়িতা সম্মাননা পেলেন শহীদ রেজাউলের স্ত্রী রানুয়ারা
‘অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে জয়িতা পুরস্কার পেয়েছেন একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদ রেজাউল করিম ফরাজীর স্ত্রী রানুয়ারা বেগম।
সোমবার (৯ ডিসেম্বর) বেগম রোকেয়া দিবস উপলক্ষে ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রানুয়ারা বেগমকে জয়িতার সম্মাননা তুলে দেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন।
জানা গেছে, রানুয়ারা বেগম নান্দাইল উপজেলার চারআনিপাড়া গ্রামের বাসিন্দা। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার দুবরাজপুর গ্রামে তার স্বামী রেজাউল করিম ফরাজীকে পাক বাহিনী নির্মমভাবে হত্যা করে। দেশ স্বাধীনের পর রানুয়ারা বেগম সন্তান নিয়ে বাবার বাড়ি নান্দাইলের চারআনিপাড়া এলাকায় বসবাস শুরু করেন। পরে পরিবার পরিকল্পনা বিভাগে চাকরি নিয়ে জীবনযুদ্ধের হাল ধরেন। বর্তমানে অবসর গ্রহণ করেছেন তিনি।
জয়িতার সম্মাননা পাওয়া অন্য নারীরা হলেন- শিক্ষা ও চাকরি ক্ষেত্রে বাবলী দাস, সফল জননী ইছমত আরা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী তাসলিমা বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা মনোয়রা জুয়েল।
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহিম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু, মনোয়ারা জুয়েল জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান তাহমিনা বেগম লাভলী ও মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।