ফতুল্লায় শ্রীলঙ্কান নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নারায়ণগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

হাসপাতালে নেওয়া হচ্ছে শ্রীলঙ্কান নারীর মরদেহ, ছবি: বার্তা২৪.কম

হাসপাতালে নেওয়া হচ্ছে শ্রীলঙ্কান নারীর মরদেহ, ছবি: বার্তা২৪.কম

নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লার ভুইগড়ে রূপায়ণ টাউন আবাসিক এলাকা থেকে রেবেকা অধিকারিনী (২৮) নামে এক শ্রীলঙ্কান নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে তার নিজ রুম থেকে মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

নিহতের সহকর্মীদের বরাত দিয়ে পুলিশ জানায়, শ্রীলঙ্কার এই নারী সিদ্ধিরগঞ্জের একটি বায়িং হাউজের মার্চেন্ডাইজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ফতুল্লার আবাসিক এলাকায় রূপায়ণ টাউনের ১১ নম্বর ভবনের একটি ফ্ল্যাটে বসবাস করতেন। ওই ফ্ল্যাটের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান। তিনি বলেন, ‘নিহতের সহকর্মীদের মাধ্যমে খবর পেয়ে দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন

এই নারী আত্মহত্যা করেছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিষয়টি আমাদের কাছে ধোঁয়াশা রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর কারণ জানা যাবে।’