বৃদ্ধা মা জরিনার দায়িত্ব নিল কল্যাণী ফাউন্ডেশন
নেত্রকোনার কেন্দুয়া পৌরসভার হরিয়ামালা গ্রামে সাত ছেলে সন্তান থাকার পরও ভিক্ষা করে জীবন চালানো সেই বৃদ্ধা মা জরিনা বেগমের ভরণপোষণের দায়িত্ব নিয়েছে মানবসেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান কল্যাণী ফাউন্ডেশন।
সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় কল্যাণী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক কল্যাণী হাসান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘রোববার (৮ ডিসেম্বর) রাতে বৃদ্ধা জরিনা বেগমের বাড়িতে গিয়ে তার দায়িত্ব নিয়েছি আমি। ওই সময় তাকে প্রয়োজনীয় কাপড় এবং খাবার দিয়ে আসা হয়েছে।’
এ সময় কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান, স্থানীয় ওয়ার্ডের সাবেক কমিশনার আরিফুল ইসলাম সেলিম ও স্থানীয় বাসিন্দা সৈয়দ মুখলেছুজ্জামানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রোববার অসহায় বৃদ্ধা জরিনা বেগমকে নিয়ে বার্তা২৪.কমে ‘ভিক্ষা করে দিন কাটে সাত ছেলের মা জরিনার’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
আরও পড়ুন: ভিক্ষা করে দিন কাটে সাত ছেলের মা জরিনার