বেনাপোলে রেল ওয়াগনে ফেনসিডিল জব্দ
ভারতীয় আমদানি পণ্যবাহী রেল ওয়াগনের বগি থেকে ২৩৫ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (০৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের সদস্যরা ফেনসিডিলের চালানটি জব্দ করেন।
৪৯ ব্যাটালিয়ন বিজিবির বেনাপোল সদর ক্যাম্পের সুবেদার আব্দুল ওহাব বলেন, পাথরবাহী ভারতীয় একটি ওয়াগনে ফেনসিডিল পাচার হওয়ার খবর পেয়ে বিজিবি রেল ও কাস্টমস সদস্যদের সঙ্গে নিয়ে ওয়াগনের একটি বগিতে তল্লাশি চালায়। এ সময় পাথরের মধ্যে লুকানো ২৩৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
আমদানি পণ্যবাহী ট্রেনে মাদক পাচারের খবরে আতঙ্কিত হয়ে পড়েন ব্যবসায়ীরা। আমদানিকারকের প্রতিনিধি শহিদুল ইসলাম বলেন, দ্রুত এসব মাদক পাচারকারীদের চিহ্নিতকারী করে আইনগত ব্যবস্থা না নিলে এ পথে বাণিজ্যে বিরূপ প্রভাব পড়বে।