৯৯৯-এ ফোন, ৬ ঘণ্টায় ৬ ধর্ষককে গ্রেফতার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নারায়ণগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

গণধর্ষণের ঘটনায় গ্রেফতারকৃতরা। ছবি: বার্তা২৪.কম

গণধর্ষণের ঘটনায় গ্রেফতারকৃতরা। ছবি: বার্তা২৪.কম

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় এক নারীকে গণধর্ষণের ঘটনায় ৬ ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৯ ডিসেম্বর) রাতে ফতুল্লা বটতলা রেললাইন এলাকায় এই গণধর্ষণের ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা নেন। পরে ফতুল্লা মডেল থানা পুলিশ ৬ ঘণ্টার ব্যবধানে ৬ ধর্ষককে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত আসামিরা হলেন- ফতুল্লা শিয়াচর এলাকার সিরাজ উদ্দিনের ছেলে রাসেল (৩৮), মৃত রুকু মিয়ার ছেলে সুজন (২৩), মৃত খোরশেদ আলমের ছেলে শাহাদাৎ (২২), ফরিদ মিয়ার ছেলে সুমন (২২), হাদিছুর রহমানের ছেলে রবিন (২৩), আবদুল লতিফের ছেলে মো. আল আমিন (২১)। তারা প্রত্যেকেই ফতুল্লার শিয়াচর এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে ফতুল্লা মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মনিরুল আলম।

বিজ্ঞাপন

তিনি জানান, রাতে ধর্ষণের শিকার ওই নারী কাজ থেকে চাচাতো ভাইয়ের সঙ্গে বাড়ি ফিরছিলেন। পথে ফতুল্লার বটতলা এলাকায় ৬ ধর্ষক তাদের পথ রোধ করে। এক পর্যায়ে ধর্ষকরা চাচাতো ভাইকে আটকে রেখে ওই নারীকে গণধর্ষণ করে।

তিনি আরও বলেন, ‘৯৯৯-এ খবর পেয়ে আমাদের পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থলের আশপাশের এলাকায় অভিযান চালায়। এরপর আমরা মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে ৬ ধর্ষককে গ্রেফতার করতে সক্ষম হই। তাদের নামে মামলা হয়েছে।’

সংবাদ সম্মেলনে এ সময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী, ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন, ওসি (তদন্ত) মিজানুর রহমান প্রমুখ।