বরগুনায় ভুয়া ডাক্তারকে কারাদণ্ড
বরগুনার আমতলীতে জসিম উদ্দিন (৩৯) নামে এক ভুয়া ডাক্তারকে ১ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন এ দণ্ড দেন।
কারাদণ্ডপ্রাপ্ত জসিম উদ্দিন উপজেলার গোলবুনিয়া এলাকার বেলায়েত হোসেনের ছেলে।
পটুয়াখালী র্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন জানান, উপজেলার গাজিপুর বাজারে অভিযান চালিয়ে জসিম উদ্দিনকে আটক করা হয়। তিনি একজন ভুয়া ডাক্তার। তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ওই দণ্ড দেয়া হয়। পরে তাকে আমতলী জেলা কারাগারে পাঠানো হয়।
অভিযানের সময় উপস্থিত ছিলেন- বরগুনা সিভিল সার্জনের প্রতিনিধি ডাক্তার শাকিলা আক্তার।