রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা মোহন খলিফার দাফন
বরগুনার আমতলীতে বীর মুক্তিযোদ্ধা মোহন খলিফার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আমতলী পুলিশের একটি চৌকস দল বীর এই মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে আমতলী কেন্দ্রীয় ঈদগা ময়দানে জানাজা অনুষ্ঠিত হয়।
মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন এমপি অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, বরগুনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর কবির, সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব জিএম দেলওয়ার হোসেন প্রমুখ।
বার্ধক্যজনিত কারণে তিনি ঢাকা ইবনে সিনা হাসপাতালে সোমবার বিকেলে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।