সিরাজগঞ্জে ড্রাম ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিরাজগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

এই ড্রাম ট্রাকের নিচে চাপা পড়ে জুলহক আলী, ছবি: বার্তা২৪.কম

এই ড্রাম ট্রাকের নিচে চাপা পড়ে জুলহক আলী, ছবি: বার্তা২৪.কম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ড্রাম ট্রাকচাপায় জুলহক আলী (১১) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার পিয়ারাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জুলহক পিয়ারাপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে ও স্থানীয় ঘোনা কুচিয়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র।

বিজ্ঞাপন

স্থানীয় লিখন ও মাসুদ রানা জানান, উপজেলার পিয়ারাপুর গ্রামের মোক্তার মাস্টার তার আবাদি জমিতে পুকুর খনন করে মাটি বিক্রি করছিলেন। দুপুরে ড্রাম ট্রাক যোগে সেই মাটি নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় পাশে খেলছিল জুলহক আলী। সে ওই ড্রাম ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

বাঙ্গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শাহিন শাহ পারভেজ বলেন, ‘বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’