ইমোতে প্রতারণা, অর্থ হাতিয়ে নেয়ায় আটক ৩

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নাটোর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

সামাজিক যোগাযোগ মাধ্যম ইমোর সাহায্যে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে নাটোরের লালপুর উপজেলার ৩ যুবককে আটক করেছে পুলিশ।

তারা হলেন- উত্তর লালপুরের বাবুল হোসেনের ছেলে সম্রাট (২৫), দক্ষিণ লালপুর এলাকার আজিত মণ্ডলের ছেলে মিঠুন (২০) এবং মাধবপুর মালপাড়া এলাকার সুরাত মণ্ডলের ছেলে হাসান আলী (২২)।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন লালপুর থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা।

তিনি জানান, চক্রটি একটি বিশেষ কায়দায় ইমো ব্যবহার করে প্রবাসীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিল। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ওই চক্রের তিনজন সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার কথা স্বীকার করেছে।

বিজ্ঞাপন